সৃষ্টির সেরা জীব আমরা মানুষ আজ হাজারো সমস্যায় জর্জরিত। আল্লাহ প্রদত্ত ওহি ভিত্তিক শিক্ষা থেকে দূরে থাকাই এসব সমস্যার মূল কারণ। ৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত এ বাংলাদেশ আজ ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে। নামমাত্র মাদ্রাসা শিক্ষা জাতির সামনে ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পেশ করতে সক্ষম হচ্ছে না। অথচ ভবিষ্যৎ বংশধরকে সত্যিকারের মুসলিম হিসেবে গড়ে তুলতে যথাযথ ইসলামী শিক্ষার বিকল্প নেই। তাই ইসলামী শিক্ষা ব্যবস্থা আজ সময়ের সবচেয়ে গুরুত্বপূ্র্ণ দাবি। সেই চাহিদা পুরণের জন্য সর্বাগ্রে একদল যোগ্য, খোদা ভীরু, দেশপ্রেমিক ও গবেষক আলেম গড়ে তোলা প্রয়োজন। সেই ধরণের একদল আলেমে সালেহ গড়ে তোলার লক্ষ্যেই ১৯৮৪ সালে পাটকেলঘাটা দারুল ইসলাম প্রতিষ্ঠীত হয়। উক্ত ট্রাস্টের তত্ত্বাবধানে ২৭/০৩/১৯৮৪ইং তারিখে পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসা অনুষ্ঠানিক পাঠদানের মাধ্যমে কায্যক্রম শুরু হয়ে ১৯৮৬ সালে দাখিল, ১৯৯৪ সালে আলিম ও ২০০১ সালে ফাযিল স্তরে উন্নীত হয়। বর্তমানে মাদ্রাসায় প্রায় সাতশতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। মাদ্রাসায় দাখিল ও আলিম স্তরে সাধারণ ও বিজ্ঞান বিভাগ চালু আছে। প্রতিষ্টানটি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন মনোরম পরিবেশে হওয়ায় এবং পাবলিক পরীক্ষায় শতভাগ সফলতায় ধন্য প্রতিষ্ঠানটিতে এখন স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে শিক্ষা লাভের জন্য ভর্তি হয়ে মাদ্রাসার সৌন্দর্য্য বৃদ্ধি করে চলেছে। প্রতিষ্ঠানটিতে ৩০জন দক্ষ শিক্ষক, ৩জন তৃতীয় শ্রেনি ও ৪জন চতুর্থ শ্রেনির কর্মচারী কর্মরত আছে। শিক্ষক-কর্মচারী ও বিজ্ঞ পরিচালনা পরিষদের সমন্বিত প্রয়াসের ফলে আল্লাহর ফজলে প্রতিষ্ঠানটি দ্রুত সার্বিক উন্নয়নে সক্ষম হচ্ছে। প্রতিষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় এলাকার আপামর জন সাধারণের মনে স্থান করে নেওয়ায় সকলেই এর উন্নয়নের জন্য ভূমিকা রেখে যাচ্ছেন। আগামীতে এই ধারা আরও বেগবান হোক প্রতিষ্টানটি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত তা বাস্তবায়ন হোক মহান আল্লাহর কাছে এই কামনা করি। আমীন।